স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত শত শত মানুষ
অর্থ সংকটে বন্ধ উখিয়া স্পেশালাইজড হাসপাতাল

- আপডেট সময় ০১:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তীব্র অর্থ সংকটের কারণে উখিয়া স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শত শত মানুষ অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
২০২২ সালের জুলাই মাসে গণস্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি পরবর্তীতে এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের ব্যবস্থাপনায় আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করছিল। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনএইচসিআর’র অর্থায়নে নির্মিত এই হাসপাতাল স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছিল।
প্রতিদিন শত শত রোগী এখানে মাতৃস্বাস্থ্য, দাঁতের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, ফিজিওথেরাপি এবং ল্যাবরেটরি পরীক্ষার মতো সেবা পেতেন। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হতো। অভিজ্ঞ চিকিৎসক ও তরুণ স্বাস্থ্যকর্মীদের নিয়ে গড়ে ওঠা এই হাসপাতাল ছিল এলাকার মানুষের জন্য একটি আশার আলো।
কিন্তু অর্থ সংকটের কারণে গত সোমবার থেকে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসক মো. শাহিনুর জানিয়েছেন, “অর্থের অভাবে আমরা আপাতত কার্যক্রম বন্ধ করেছি।
এখন হাসপাতালের কাজকর্ম গুছিয়ে আগামী ১৪ মে’র মধ্যে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, সরকার, ইউএনএইচসিআর বা অন্য কোনো দাতা সংস্থা অর্থায়ন করলে ভবিষ্যতে হাসপাতালটি পুনরায় চালু হতে পারে।
এই বন্ধের ফলে উখিয়ার সাধারণ মানুষ ও রোহিঙ্গা জনগোষ্ঠী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় ধরনের সংকটের মুখে পড়েছেন। বিশেষ করে গর্ভবতী মায়েরা, শিশু এবং জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীরা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
স্থানীয়রা জানান, নিকটবর্তী অন্য কোনো হাসপাতালে যাওয়ার জন্য তাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে, যা অনেকের পক্ষে সম্ভব নয়।