জোবাইদা রহমানকে জামিন দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দিলেও হাইকোর্টে আপিল করে তিনি জামিন লাভ করেন। বুধবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় দেন।
ডা. জোবাইদার আইনজীবী এস এম শাহজাহান জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন। গত মঙ্গলবার হাইকোর্ট তার আপিলের ৫৮৭ দিনের বিলম্বও মার্জনা করেন।
২০০৭ সালে দুদকের করা এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর ও জোবাইদাকে ৩ বছরের সাজা দেওয়া হয়। তবে গত অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাজা এক বছরের জন্য স্থগিত করে। এখন হাইকোর্টের জামিন নিয়ে আইনি লড়াইয়ে এগিয়ে গেলেন জোবাইদা রহমান।