ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের টিয়ারগ্যাস, ৬ জন আহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি পুলিশের টিয়ারগ্যাস ও সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে এ লংমার্চ শুরু হয়।

কিন্তু কাকরাইল মসজিদ এলাকায় পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েন। এ সময় তারা “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়” সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও সাউণ্ড গ্রেনেড ছুড়লে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকট ও অপর্যাপ্ত বাজেটের সমস্যায় ভুগছে। তাদের দাবিগুলো হলো: ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা চালু, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করা।

গত মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বৈঠক করলেও কোনো দাবি পূরণ হয়নি। এরপর ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়। গত সোমবারও ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ হয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন

জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের টিয়ারগ্যাস, ৬ জন আহত

আপডেট সময় ০২:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

আবাসন ভাতা ও বাজেট বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি পুলিশের টিয়ারগ্যাস ও সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১১টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে এ লংমার্চ শুরু হয়।

কিন্তু কাকরাইল মসজিদ এলাকায় পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েন। এ সময় তারা “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়” সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও সাউণ্ড গ্রেনেড ছুড়লে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকট ও অপর্যাপ্ত বাজেটের সমস্যায় ভুগছে। তাদের দাবিগুলো হলো: ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা চালু, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করা।

গত মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে বৈঠক করলেও কোনো দাবি পূরণ হয়নি। এরপর ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়। গত সোমবারও ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ হয়েছিল।