ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মরুভূমির সান্ডা: শিকার থেকে ভাইরাল সংবাদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

মরুভূমির বুকে, যেখানে একটি ছোট্ট প্রাণী এখন সামাজিক যোগাযোগমাধ্যমের সুপারস্টার! এর নাম—সান্ডা। হ্যাঁ, এই নিরীহ মরু টিকটিকি এখন শুধু বালির মধ্যেই নয়, ফেসবুক, টিকটক আর রিলসের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

তবে এই সান্ডা আসলে কী? আর কেনই বা এটি এত আলোচনার কেন্দ্রে? চলুন, জেনে নিই।

সান্ডা, যার বৈজ্ঞানিক নাম Uromastyx, এক ধরনের টিকটিকি জাতীয় সরীসৃপ। দেখতে গুইসাপের মতো হলেও এর শরীর ছোট, মোটা, আর লেজে রয়েছে কাঁটার মতো খাঁজ, যা এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বসবাসকারী এই প্রাণী মূলত তৃণভোজী, অর্থাৎ গাছপালা, ফুল আর বীজ এদের প্রধান খাবার। তবে মাঝেমধ্যে পোকামাকড়ও খায়।

কিন্তু এই সান্ডা যে শুধু মরুভূমিতেই সীমাবদ্ধ নেই, তা প্রমাণ করেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘সান্ডা শিকার’ এখন এক জনপ্রিয় খেলা! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বালির মধ্যে তারা দৌড়াচ্ছেন সান্ডা ধরতে।

কেউ মজা করে বলছেন, “সান্ডা না ধরলে ভিসা ক্যানসেল!” আবার কেউ বলছেন, “এটা ধরতে না পারলে চাকরি গেল!” এই ভিডিওগুলো এখন বাংলাদেশে ভাইরাল। ফেসবুকে ঘুরছে সান্ডার মিম, রিলস, এমনকি ‘সান্ডার বিরিয়ানি’ নিয়েও ঠাট্টা-ইয়ার্কি!

শুধু মজাই নয়, সান্ডা নিয়ে আরেকটি আলোচনা হচ্ছে ‘সান্ডা তেল’ নিয়ে। আয়ুর্বেদিক চিকিৎসায় এই তেল নাকি যৌন শক্তি বাড়ায়—এমন দাবি অনেকের।

তবে বিজ্ঞানীরা বলছেন, এর কার্যকারিতা এখনো প্রমাণিত নয়। তারপরও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু হাটে এই তেল বিক্রি হচ্ছে।

একটি ছোট্ট মরু প্রাণী কীভাবে বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত হলো, তা সত্যিই অবাক করা। সান্ডা শুধু একটি টিকটিকি নয়, এটি এখন প্রবাসীদের জীবন, হাসি আর সংগ্রামের এক প্রতীক।

 

নিউজটি শেয়ার করুন

মরুভূমির সান্ডা: শিকার থেকে ভাইরাল সংবাদ

আপডেট সময় ০২:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

মরুভূমির বুকে, যেখানে একটি ছোট্ট প্রাণী এখন সামাজিক যোগাযোগমাধ্যমের সুপারস্টার! এর নাম—সান্ডা। হ্যাঁ, এই নিরীহ মরু টিকটিকি এখন শুধু বালির মধ্যেই নয়, ফেসবুক, টিকটক আর রিলসের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

তবে এই সান্ডা আসলে কী? আর কেনই বা এটি এত আলোচনার কেন্দ্রে? চলুন, জেনে নিই।

সান্ডা, যার বৈজ্ঞানিক নাম Uromastyx, এক ধরনের টিকটিকি জাতীয় সরীসৃপ। দেখতে গুইসাপের মতো হলেও এর শরীর ছোট, মোটা, আর লেজে রয়েছে কাঁটার মতো খাঁজ, যা এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বসবাসকারী এই প্রাণী মূলত তৃণভোজী, অর্থাৎ গাছপালা, ফুল আর বীজ এদের প্রধান খাবার। তবে মাঝেমধ্যে পোকামাকড়ও খায়।

কিন্তু এই সান্ডা যে শুধু মরুভূমিতেই সীমাবদ্ধ নেই, তা প্রমাণ করেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘সান্ডা শিকার’ এখন এক জনপ্রিয় খেলা! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বালির মধ্যে তারা দৌড়াচ্ছেন সান্ডা ধরতে।

কেউ মজা করে বলছেন, “সান্ডা না ধরলে ভিসা ক্যানসেল!” আবার কেউ বলছেন, “এটা ধরতে না পারলে চাকরি গেল!” এই ভিডিওগুলো এখন বাংলাদেশে ভাইরাল। ফেসবুকে ঘুরছে সান্ডার মিম, রিলস, এমনকি ‘সান্ডার বিরিয়ানি’ নিয়েও ঠাট্টা-ইয়ার্কি!

শুধু মজাই নয়, সান্ডা নিয়ে আরেকটি আলোচনা হচ্ছে ‘সান্ডা তেল’ নিয়ে। আয়ুর্বেদিক চিকিৎসায় এই তেল নাকি যৌন শক্তি বাড়ায়—এমন দাবি অনেকের।

তবে বিজ্ঞানীরা বলছেন, এর কার্যকারিতা এখনো প্রমাণিত নয়। তারপরও ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিছু হাটে এই তেল বিক্রি হচ্ছে।

একটি ছোট্ট মরু প্রাণী কীভাবে বিশ্বব্যাপী ট্রেন্ডে পরিণত হলো, তা সত্যিই অবাক করা। সান্ডা শুধু একটি টিকটিকি নয়, এটি এখন প্রবাসীদের জীবন, হাসি আর সংগ্রামের এক প্রতীক।