বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নেত্রীকে অপহরণ, ধর্ষণের ৪ নেতার বিরুদ্ধে মামলা

- আপডেট সময় ০২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে একটি গুরুতর মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলার বাদী একই সংগঠনের একজন নারী নেত্রী । ওই নেত্রীর অভিযোগ তিনি অপহরণ ও ধর্ষণের হুমকির শিকার হয়েছেন।
বুধবার (১৪ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য তিন অভিযুক্ত হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) এবং রেদোয়ান মুনসি (২৬)।
তবে, অভিযুক্ত সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন যে রেদোয়ান মুনসি তাদের কমিটির কেউ নন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছেন, তিনি অভিযুক্তদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব জানতে চেয়েছিলেন। এই কারণে আসামিরা তার উপর ক্ষুব্ধ হন এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
বাদী আরও অভিযোগ করেন, গত ১০ এপ্রিল অভিযুক্ত আসামিরাসহ আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এরপর, গত ৭ মে তাকে অপহরণ, খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তীতে আদালতে এই মামলাটি দায়ের করেন।
বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান জানিয়েছেন, বিচারক মামলাটি গ্রহণ করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) এর তদন্তের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি তাদের কমিটির সদস্য নন। তিনি আরও দাবি করেন যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই বাদী এই মামলা করেছেন।