অবসর ভেঙে ব্রাজিল দলে মার্তা

- আপডেট সময় ০৪:১৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রাজিলের নারী ফুটবলের কিংবদন্তি মার্তা। কোচ আর্থার এলিয়াস ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দলে রেখেছেন। গত বছরের অলিম্পিক ফাইনালের পর এই প্রথম মার্তাকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে। মার্তাকে নারী ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরে নেয়া হয় ।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ব্রাজিলের হয়ে তৃতীয়বারের মতো রৌপ্য পদক জিতে অবসরের ঘোষণা দেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ২০২৫ সালের শুরুতে এনডব্লিউএসএলের মার্কিন দল অরল্যান্ডো প্রাইডের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেন তিনি। ২০১৭ সাল থেকে ক্লাবটির হয়ে খেলে আসছেন তিনি।
দুই মাস পর কোপা আমেরিকায় চোখ রেখে অবসর থেকে তাকে দলে আনছেন কোচ এলিয়াস। এক সংবাদ সম্মেলনে কোচ এলিয়াস বলেন, আমি সম্প্রতি মার্তার সঙ্গে দেখা করেছি। সে বলেছে, যতো দিন উচ্চ পর্যায়ে খেলতে পারছে, ততো দিন জাতীয় দলকে সাহায্য করতে চায়। ওর মৌসুমটা অসাধারণ গেছে এবং ক্লাবের সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
এলিয়াস আরও জানান, তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে মার্তার উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। এলিয়াস বলেন, আমরা জাতীয় দলে নতুন প্রজন্ম তৈরি করছি। এই প্রক্রিয়ায় মার্তার মতো অভিজ্ঞ কাউকে সঙ্গে পাওয়া দারুণ ব্যাপার।
মার্তার সঙ্গে দলে আছেন অরল্যান্ডো প্রাইডেরই অ্যাঞ্জেলিনা, কানসাস সিটির ডেবিনহা ও ম্যানচেস্টার সিটির কেরোলিন। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন নতুন মুখ গোলরক্ষক ক্লাউডিয়া ও ডিফেন্ডার ইসা হ্যাস, যাদের দিকে তাকিয়ে কোচের ভবিষ্যতের পরিকল্পনা। ব্রাজিল আগামী ৩০ মে ও ২ জুন ঘরের মাঠে জাপানের বিপক্ষে খেলবে।
এরপর ২৭ জুন ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ইকুয়েডরে ১২ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল জাতীয় দল।