ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন খামেনি

- আপডেট সময় ০৪:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার ট্রাম্প নতুন করে পারমাণবিক সমঝোতায় রাজি না হলে সামরিক হামলার হুমকি দেন। এর পরদিন সোমবার খামেনি তার প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আমাদের শত্রুতা দীর্ঘদিনের। তারা প্রায়ই আক্রমণের হুমকি দেয়, যা খুব একটা সম্ভাব্য বলে মনে করি না।
তবে যদি তারা কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে, তবে অবশ্যই সমুচিত জবাব পাবে। তিনি আরও বলেন, যদি তারা বিগত বছরগুলোর মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ সৃষ্টির চেষ্টা করে, তাহলে ইরানি জনগণ নিজেরাই তাদের মোকাবিলা করবে। ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক অস্থিরতার জন্য পশ্চিমাদের দোষারোপ করছে।
২০২২-২৩ সালে হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে আটক তরুণী মাহসা আমিনির হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এবং ২০১৯ সালে জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের জন্যও পশ্চিমা দেশগুলোকে দায়ী করছে ইরান। এর আগে পরমাণু আলোচনা ফের শুরুর জন্য ট্রাম্পের পাঠানো চিঠির জবাব দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের সরকারি বার্তা সংস্থাকে বলেন, আমরা বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠি সম্পর্কে আমাদের মতামত বিস্তারিতভাবে জানিয়েছি। আমাদের নীতি এখনো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে সরাসরি আলোচনায় না জড়ানো। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে।