কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা কারাগারের একটি ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী থানার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে বদলি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী জেলা কারাগারে যোগ দেন।
কারাগার সূত্র জানায়, বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেদুর রহমানের ডিউটি ছিল। ডিউটি শেষে তিনি বাসায় না ফিরলে তার স্ত্রী ফাহিমা বেগম কারাগারে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে কারারক্ষীরা নিচতলার একটি ব্যারাকের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজেদুর রহমানের স্ত্রী ফাহিমা বেগম জানান, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে তিনি জেলা কারাগারের জেলার মো. লাভলুর কাছে ছুটির আবেদন করেছিলেন। কিন্তু ছুটি না দিয়ে জেলার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বান্দরবানে বদলির হুমকি দেন। তিনি বলেন, “ছুটি পেলে আমার স্বামীর এমন পরিণতি হতো না।”
সহকর্মীরা মনে করেন, ঈদের ছুটি নামঞ্জুর, অপমানজনক ব্যবহার এবং বদলির হুমকির কারণে মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, “ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত নিশ্চিত করা হবে।”
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, “মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”