যাত্রীর নাম-পাসপোর্ট ছাড়া বিমান টিকিট বুকিং বন্ধের সিদ্ধান্ত

- আপডেট সময় ০৪:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও যৌক্তিক মূল্য নির্ধারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টিকিটের দাম বৃদ্ধির কারণ চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উঠে আসে, বিভিন্ন এজেন্সি যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা বা ভ্রমণ নথি ছাড়াই গ্রুপ বুকিংয়ের মাধ্যমে সিট ব্লক করে রাখে। এসব বুকিংয়ে যাত্রী তালিকা বা পিএনআর-এ কোনো নাম উল্লেখ থাকে না। ফলে সাধারণ যাত্রী বা এজেন্সি ফ্লাইটে আসন খালি আছে কি না, তা জানতে পারে না। এই নামবিহীন গ্রুপ বুকিংয়ের কারণে টিকিট মজুতদারি ও সিন্ডিকেট তৈরি হয়, যা আসন সংকট সৃষ্টি করে এবং টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ায়। এতে বিদেশগামী শ্রমিক, শিক্ষার্থী ও প্রবাসীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুরসহ বিভিন্ন রুটে আগাম আসন বিক্রি নিশ্চিত করতে এবং অতিরিক্ত মুনাফার জন্য এ পদ্ধতি ব্যবহার করে। ওমরাহ বা শ্রমিক প্রেরণের ক্ষেত্রে এমন নামবিহীন ওপেন গ্রুপ সিট বিক্রি বেশি দেখা যায়। এছাড়া, কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়াও মূল্যবৃদ্ধির একটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া টিকিট বুকিং করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।