ভারতীয় পর্যটকদের কাছে ঢাকা ১৩তম জনপ্রিয় শহর!

- আপডেট সময় ০১:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
ঢাকা এখন ভারতীয় পর্যটকদের কাছে বিশ্বের ১৩তম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য!
মাস্টারকার্ড ইকোনমিকস ইনস্টিটিউটের ‘ট্রাভেল ট্রেন্ডস ২০২৫’ প্রতিবেদন বলছে, করোনার আগের তুলনায় ভারত থেকে ঢাকায় পর্যটক বেড়েছে ৩১.২ শতাংশ। শুধু ভারত নয়, মালয়েশিয়ার পর্যটকদের কাছেও ঢাকা এখন জনপ্রিয়। ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য, সুস্বাদু খাবার আর বৈচিত্র্যময় জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আটটি শহর বিশ্বের শীর্ষ ১৫ গন্তব্যের তালিকায় রয়েছে। এর মধ্যে জাপানের টোকিও ও ওসাকা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে। দুর্বল ইয়েনের কারণে জাপানে পর্যটক বেড়েছে। এছাড়া, ভারতীয় পর্যটকরা আবুধাবি, হ্যানয় ও বালির মতো গন্তব্যের পাশাপাশি ঢাকাকেও বেছে নিচ্ছেন।
২০২৪ সালে ভারত ও চীন বিশ্বের বৃহত্তম পর্যটক বাজার হিসেবে ভ্রমণশিল্পে বড় ভূমিকা রেখেছে। মধ্য এশিয়ার দেশগুলো, যেমন কাজাখস্তান ও উজবেকিস্তানও পর্যটকদের কাছে জনপ্রিয় হচ্ছে। ঢাকার এই অর্জন বাংলাদেশের পর্যটন খাতের জন্য বড় সম্ভাবনা।
কিন্তু কেন ঢাকা এত জনপ্রিয়? এখানকার ঐতিহাসিক মসজিদ, জাতীয় সংসদ ভবন, আর আহসান মঞ্জিলের মতো স্থান পর্যটকদের মুগ্ধ করে। সাথে সাশ্রয়ী ভ্রমণ খরচও একটি বড় কারণ।