ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। গত মঙ্গলবার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার মন্ত্রিসভা ঘোষণা করেন। এই মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ৫৮ বছর বয়সী অনিতা আনন্দ।

তিনি কানাডার ইতিহাসে প্রথম হিন্দু ধর্মাবলম্বী নারী হিসেবে এই পদে শপথ নিয়েছেন, হাতে গীতা নিয়ে। এর আগে তিনি জাস্টিন ট্রুডোর সরকারে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

অনিতার জন্ম ১৯৬৭ সালে নোভা স্কটিয়ায়। তার মা পাঞ্জাবি এবং বাবা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। তিনি অন্টারিও, অক্সফোর্ড, ডালহৌসি ও টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৫ সালে আইনজীবী জন নলটনের সঙ্গে বিয়ে করেন এবং তাদের চার সন্তান রয়েছে।

মার্ক কার্নির মন্ত্রিসভায় ২৯ জন সদস্য এবং ১০ জন সেক্রেটারি অফ স্টেট রয়েছেন। এর মধ্যে ২৪ জন নতুন মুখ, এবং চারজন ভারতীয় বংশোদ্ভূত এমপি, যা বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকার দেখায়। শপথের পর এক্সে অনিতা বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে কানাডীয়দের জন্য নিরাপদ ও ন্যায্য বিশ্ব গড়তে কাজ করবেন।

অনিতার এই নিয়োগ ভারত-কানাডা সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখতে পারে, যা সাম্প্রতিক বছরগুলোতে চ্যালেঞ্জের মুখে ছিল।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী!

আপডেট সময় ০৩:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। গত মঙ্গলবার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার মন্ত্রিসভা ঘোষণা করেন। এই মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ৫৮ বছর বয়সী অনিতা আনন্দ।

তিনি কানাডার ইতিহাসে প্রথম হিন্দু ধর্মাবলম্বী নারী হিসেবে এই পদে শপথ নিয়েছেন, হাতে গীতা নিয়ে। এর আগে তিনি জাস্টিন ট্রুডোর সরকারে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

অনিতার জন্ম ১৯৬৭ সালে নোভা স্কটিয়ায়। তার মা পাঞ্জাবি এবং বাবা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। তিনি অন্টারিও, অক্সফোর্ড, ডালহৌসি ও টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৫ সালে আইনজীবী জন নলটনের সঙ্গে বিয়ে করেন এবং তাদের চার সন্তান রয়েছে।

মার্ক কার্নির মন্ত্রিসভায় ২৯ জন সদস্য এবং ১০ জন সেক্রেটারি অফ স্টেট রয়েছেন। এর মধ্যে ২৪ জন নতুন মুখ, এবং চারজন ভারতীয় বংশোদ্ভূত এমপি, যা বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকার দেখায়। শপথের পর এক্সে অনিতা বলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে কানাডীয়দের জন্য নিরাপদ ও ন্যায্য বিশ্ব গড়তে কাজ করবেন।

অনিতার এই নিয়োগ ভারত-কানাডা সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখতে পারে, যা সাম্প্রতিক বছরগুলোতে চ্যালেঞ্জের মুখে ছিল।