ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

- আপডেট সময় ০৫:২৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত হলো। দুই চিরবৈরী প্রতিবেশী তাদের পারস্পরিক যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৮ মে পর্যন্ত বাড়িয়েছে। আজ শুক্রবার স্থানীয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-রা খুব শীঘ্রই বৈঠকে বসবেন। এই বৈঠকে উভয় দেশের ডিজিএমও সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ভাষণে দেশটির পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের প্রধানদের (ডিজিএমও) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন।
চলতি মাসের ১০ তারিখে প্রথমবারের মতো টেলিফোনে আলোচনা করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। সেই আলোচনার পরেই প্রথমে ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে আরও দু’দফা দু’দিন করে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। এবং সর্বশেষ গতকালের ডিজিএমও পর্যায়ের বৈঠকে এই স্থিতাবস্থা ১৮ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হলো।
ভারত ও পাকিস্তানের এই যুদ্ধবিরতি নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার জন্য একটি ইতিবাচক খবর। এখন দেখার বিষয়, দুই দেশের সামরিক কর্মকর্তারা বৈঠকে বসে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা অগ্রগতি অর্জন করতে পারেন।