ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

শাহজালালে বাংলাদেশ বিমানের ফ্লাইট দুর্ঘটনার শিকার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার ( ১৬ মে ) দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৪৩৬ অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবির জানান, অবতরণের সময় ফ্লাইটটির একটি চাকা খুলে যাওয়ায় এ ঘটনা ঘটে। তবে  প্রাথমিক তথ্য অনুযায়ী যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই ঘটনা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশের সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে আরেকটি সংযোজন। এর আগে ২০২২ সালে দুটি বিমানের সংঘর্ষ এবং একটি ফ্লাইটের বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, চাকা খুলে যাওয়ার মতো ঘটনা প্রযুক্তিগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে হতে পারে। এই ঘটনা বিমানের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার উপর নতুন করে আলোকপাত করেছে। তবে দ্রুত পদক্ষেপ ও পাইলটের দক্ষতার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

নিউজটি শেয়ার করুন

শাহজালালে বাংলাদেশ বিমানের ফ্লাইট দুর্ঘটনার শিকার

আপডেট সময় ০৩:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার ( ১৬ মে ) দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৪৩৬ অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবির জানান, অবতরণের সময় ফ্লাইটটির একটি চাকা খুলে যাওয়ায় এ ঘটনা ঘটে। তবে  প্রাথমিক তথ্য অনুযায়ী যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই ঘটনা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশের সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে আরেকটি সংযোজন। এর আগে ২০২২ সালে দুটি বিমানের সংঘর্ষ এবং একটি ফ্লাইটের বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, চাকা খুলে যাওয়ার মতো ঘটনা প্রযুক্তিগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে হতে পারে। এই ঘটনা বিমানের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার উপর নতুন করে আলোকপাত করেছে। তবে দ্রুত পদক্ষেপ ও পাইলটের দক্ষতার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।