ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ঢাকায় ২৫০০ কোটি টাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

ঢাকা শহরে এবার আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪০০টি বিদ্যুৎচালিত বাস কেনার একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই প্রস্তাবনায় ঢাকা ও নারায়ণগঞ্জে এই বাসগুলো চালানোর কথা বলা হয়েছে। একইসাথে তিনটি ডিপো ও চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। আগামী ১৯ মে এই প্রস্তাবটি প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় পর্যালোচিত হবে।

নগর পরিবহনের ব্যর্থতার পর, ঢাকার বায়ু দূষণ ও যানজট কমাতে এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দেবে ২ হাজার ১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে বাকি ৩৬৫ কোটি টাকা। ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন মাস পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলের অধীনে এই ইলেকট্রিক বাসগুলো পরিচালিত হবে। প্রাথমিকভাবে পূর্বাচলে ডিটিসিএর নিজস্ব জায়গায় একটি চার্জিং স্টেশনসহ ডিপো তৈরি হবে। পরবর্তীতে ঝিলমিল ও কাঁচপুরেও ডিপো তৈরির পরিকল্পনা আছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ, গণপরিবহনে শৃঙ্খলা, যানজট হ্রাস এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

তবে, প্রকল্প শেষ হওয়ার পর বাসের পরিচালনা ব্যয় এবং সরকারের ভর্তুকি নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, আগের ভুলগুলো চিহ্নিত না করে নতুন বিনিয়োগ করলে তা জনগণের অর্থের অপচয় হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ২৫০০ কোটি টাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস

আপডেট সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ঢাকা শহরে এবার আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪০০টি বিদ্যুৎচালিত বাস কেনার একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই প্রস্তাবনায় ঢাকা ও নারায়ণগঞ্জে এই বাসগুলো চালানোর কথা বলা হয়েছে। একইসাথে তিনটি ডিপো ও চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। আগামী ১৯ মে এই প্রস্তাবটি প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় পর্যালোচিত হবে।

নগর পরিবহনের ব্যর্থতার পর, ঢাকার বায়ু দূষণ ও যানজট কমাতে এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দেবে ২ হাজার ১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে বাকি ৩৬৫ কোটি টাকা। ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন মাস পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলের অধীনে এই ইলেকট্রিক বাসগুলো পরিচালিত হবে। প্রাথমিকভাবে পূর্বাচলে ডিটিসিএর নিজস্ব জায়গায় একটি চার্জিং স্টেশনসহ ডিপো তৈরি হবে। পরবর্তীতে ঝিলমিল ও কাঁচপুরেও ডিপো তৈরির পরিকল্পনা আছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ, গণপরিবহনে শৃঙ্খলা, যানজট হ্রাস এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

তবে, প্রকল্প শেষ হওয়ার পর বাসের পরিচালনা ব্যয় এবং সরকারের ভর্তুকি নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, আগের ভুলগুলো চিহ্নিত না করে নতুন বিনিয়োগ করলে তা জনগণের অর্থের অপচয় হতে পারে।