সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মোড়ে!

- আপডেট সময় ০২:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি নিয়ে আবারো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঘোষণা করেছেন, পাকিস্তান যতদিন ‘সীমান্ত সন্ত্রাসবাদ’ বন্ধ না করবে, ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যেকোনো বিষয় শুধু দ্বিপক্ষীয় আলোচনায় সমাধান হবে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর ইস্যু ও সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনার কারণে চুক্তিটি চাপের মুখে। জয়শঙ্কর জানান, জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার জঙ্গিদের শাস্তি দেওয়া হয়েছে এবং পাকিস্তানকে সন্ত্রাসীদের তালিকা হস্তান্তর করতে হবে।
তিনি দাবি করেন, পুরো কাশ্মীর ভারতের অংশ, এবং পাকিস্তানের দখলকৃত অংশ হস্তান্তর ছাড়া এ নিয়ে কোনো আলোচনা হবে না। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত পানির প্রবাহ আটকালে ‘অকল্পনীয় পরিণতি’ ভোগ করতে হবে।
এই চুক্তি স্থগিত থাকায় দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।