‘চিকেনস নেক’ এলাকায় ভারতের বড় সামরিক মহড়া

- আপডেট সময় ০১:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গে ‘চিকেনস নেক’ এলাকার কাছে সম্প্রতি অনুষ্ঠিত একটি বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত ৮ থেকে ১০ মে তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী ‘তিস্তা প্রহার’ নামে তিন দিনের সামরিক মহড়া পরিচালনা করে।
এই মহড়া হয়েছে ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের কাছে, যেটি মাত্র ১৭ কিলোমিটার চওড়া একটি সরু ভূখণ্ড। এটি উত্তর-পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই মহড়ায় নদীবিধৌত চ্যালেঞ্জিং পরিবেশে ‘যৌথ কম্ব্যাট স্ট্র্যাটেজি’ এবং যুদ্ধকালীন প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে। আর্টিলারি ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র ও দ্রুত অভিযানের ক্ষমতা দেখিয়েছে।
দিল্লির একটি সূত্র বলছে, এটি কেবল রুটিন মহড়া । তবে তিস্তা অববাহিকায় এত বড় মাপের মহড়া সাম্প্রতিককালে বিরল।
লন্ডনের ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেন, এর মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি সূক্ষ্ম প্ররোচনা হতে পারে।