রাজনৈতিক দল সংস্কার কেন অপরিহার্য

- আপডেট সময় ১০:২৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৩০০ বার পড়া হয়েছে
রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দল মূল ভূমিকা পালন করে। এদের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার টেকসই ও কল্যাণকর হবে না। স্বৈরাচার পতনের পর প্রতিশ্রুতি ভঙ্গ করে দল ও জোট ক্ষমতায় এসে জাতির সঙ্গে প্রতারণা করেছে। দলের নীতি দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে তা নিয়ন্ত্রণের জন্য আইনি কাঠামো জরুরি।
অতীতে সংস্কার বিতর্কিত হলেও এখন এর প্রয়োজনীয়তা স্বীকৃত। সংস্কার শুধু বিদ্যমান কাঠামো পরিবর্তন নয়, নতুন কাঠামো প্রতিষ্ঠাও। রাজনৈতিক দলের দায়বদ্ধতা ও ব্যয়ের সীমা নির্ধারণে আইন প্রয়োজন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ আইন গঠন জরুরি, যদিও অতীতে এরশাদের আমলে তা রক্ষিত হয়নি।
রাজনৈতিক দল সংস্কার কমিশন দলীয় নেতাদের দায়িত্বে রাখা উচিত। জনগণ দেখতে চায় তারা কী প্রস্তাব আনে। এ কমিশন দলগুলোর মধ্যে আলোচনার চর্চা গড়ে তুলবে। সংকটে জাতীয় ঐক্য গঠনের নিশ্চয়তা দলগুলোর ওপর নির্ভর করে।
সংবিধান পুনর্লিখন জরুরি। নির্বাচন কমিশনকে সহায়তার বিধান থাকলেও অসহযোগিতার শাস্তি নেই। অতীতে দল ও জোট দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে, যার বিচারের কাঠামো নেই।
রাজনৈতিক দল সংস্কার না হলে অন্য সংস্কার ব্যর্থ হবে। জনগণের হাতে নিয়ন্ত্রণের লাগাম থাকা দরকার। সরকারের মেয়াদ কমানো ও অপব্যবহার রোধে ত্বরিত ব্যবস্থা প্রয়োজন।