ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিনিয়োগ সম্মেলনে চীনা আধিপত্য: ১৪৭ জন অংশগ্রহণকারী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ২৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আয়োজিত চার দিনের বিনিয়োগ সম্মেলনে সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী ছিল চীনের। বিভিন্ন খাতে বিনিয়োগ চুক্তি, প্রতিশ্রুতি এবং দেশি-বিদেশি কোম্পানির প্রতিনিধিদের সামনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার নানা প্রচেষ্টার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়েছে।

বিডার তথ্য অনুসারে, এবারের বিনিয়োগ সম্মেলনে চীনের সর্বোচ্চ ১৪৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশে ইতোমধ্যে বিনিয়োগকারী কোম্পানিগুলোর পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে কিছু শীর্ষস্থানীয় চীনা কোম্পানির প্রতিনিধিও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন।

বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স কোম্পানি আলিবাবা এবারের সম্মেলনে যোগদান করে।

বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে চীনের পরেই ছিল যুক্তরাষ্ট্র (৪৪ জন), যুক্তরাজ্য (২৯ জন), ভারত (২৩ জন) এবং জাপান (২০ জন)। প্রাথমিক তথ্য অনুযায়ী, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আগত অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট অংশগ্রহণকারীর অর্ধেকের বেশি।

গত ৭ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছিল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) যৌথভাবে এর আয়োজন করে।

বিদেশি বিনিয়োগকারীদের কাছে পরিবর্তিত বাংলাদেশকে তুলে ধরতে এবারের বিনিয়োগ সম্মেলন অন্যান্য বছরের তুলনায় বিশেষভাবে গুরুত্ব বহন করে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা থেকে বিনিয়োগকারীদের একটি নতুন ধারণা দেওয়ার জন্য আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগ সম্মেলনে চীনা আধিপত্য: ১৪৭ জন অংশগ্রহণকারী

আপডেট সময় ০২:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে আয়োজিত চার দিনের বিনিয়োগ সম্মেলনে সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণকারী ছিল চীনের। বিভিন্ন খাতে বিনিয়োগ চুক্তি, প্রতিশ্রুতি এবং দেশি-বিদেশি কোম্পানির প্রতিনিধিদের সামনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার নানা প্রচেষ্টার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়েছে।

বিডার তথ্য অনুসারে, এবারের বিনিয়োগ সম্মেলনে চীনের সর্বোচ্চ ১৪৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশে ইতোমধ্যে বিনিয়োগকারী কোম্পানিগুলোর পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে কিছু শীর্ষস্থানীয় চীনা কোম্পানির প্রতিনিধিও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন।

বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স কোম্পানি আলিবাবা এবারের সম্মেলনে যোগদান করে।

বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে চীনের পরেই ছিল যুক্তরাষ্ট্র (৪৪ জন), যুক্তরাজ্য (২৯ জন), ভারত (২৩ জন) এবং জাপান (২০ জন)। প্রাথমিক তথ্য অনুযায়ী, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আগত অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট অংশগ্রহণকারীর অর্ধেকের বেশি।

গত ৭ এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছিল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) যৌথভাবে এর আয়োজন করে।

বিদেশি বিনিয়োগকারীদের কাছে পরিবর্তিত বাংলাদেশকে তুলে ধরতে এবারের বিনিয়োগ সম্মেলন অন্যান্য বছরের তুলনায় বিশেষভাবে গুরুত্ব বহন করে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা থেকে বিনিয়োগকারীদের একটি নতুন ধারণা দেওয়ার জন্য আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা গেছে।