বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করবে পুলিশ

- আপডেট সময় ০৭:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
দেশে বিনিয়োগ করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবার জরুরি যোগাযোগের জন্য বিশেষ হটলাইন চালু করছে বাংলাদেশ পুলিশ। এই হটলাইনের মাধ্যমে নিরাপত্তাজনিত যেকোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানানো এবং দ্রুত সহায়তা পাওয়া যাবে।
সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের যৌথ সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
গাজায় হামলার প্রতিবাদে সম্প্রতি দেশের বিভিন্ন শহরে বিদেশি কোম্পানিগুলোর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়। প্রতিষ্ঠানগুলো হলো—নেসলে বাংলাদেশ, কোকা-কোলা বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, বাটা সু কোম্পানি, রেকিট বেনকিজার, পেপসিকো এবং জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশ।
বৈঠকে জানানো হয়, ৭ ও ৮ এপ্রিল সংঘটিত হামলায় অন্তত ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক ডজন মামলা দায়ের হয়েছে।
বিডা চেয়ারম্যান বলেন, “এই বৈঠক শুধু সৌজন্যমূলক নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা যে, সরকার বিনিয়োগকারীদের পাশে আছে, বিশেষ করে যখন তারা চ্যালেঞ্জের মুখে পড়ে।”
তিনি আরও বলেন, “এই কোম্পানিগুলো হাজার হাজার কর্মজীবী ও তাদের পরিবারের জীবিকার উৎস। প্রতিবাদ করা নাগরিকদের অধিকার, কিন্তু কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোতে হামলা কোনো সমাধান হতে পারে না।”
আইজিপি বাহারুল আলম বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা শুধু প্রতিক্রিয়া জানাতে আসিনি, বরং আস্থা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে এসেছি।”
বৈঠকের পর বিডা, পুলিশ ও ব্যবসায়িক সংগঠনগুলোর অংশগ্রহণে একটি প্রতিরোধ পরিকল্পনা গৃহীত হয়েছে, যার আওতায় নতুন নিরাপত্তা প্রটোকল, দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এবং উন্নত সংকট যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিডা ও পুলিশের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।