কাতার ৭২৫ সৈনিক নেবে বাংলাদেশ থেকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ থেকে কাতার ৭২৫ সৈনিক নেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে এ সৈনিকদের কাতারে পাঠানো যাবে।
কুয়েতের দোহায় মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার মিলিটারি সেক্রেটারির বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। কুয়েতে চাকরিকালে একজন সৈনিক প্রতি মাসে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা বেতন পান।
তিনি বলেন, বাংলাদেশের সৈনিকরা উপসাগরীয় যুদ্ধের সময় থেকে কুয়েতে দায়িত্ব পালন করছেন। প্রতি তিন বছর পরপর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন।
আরও বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
ট্যাগস :