১ মে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

- আপডেট সময় ০৭:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
নজরুল ইসলাম খান জানান, জাতীয় শ্রমিক দলের উদ্যোগে দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন।”
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশ সফল করতে এরই মধ্যে গুলশান কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে বলে জানানো হয়, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান আরও জানান, ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগর ও জেলা শহরেও স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা সমর্থন করি।”