টিউলিপের বিরুদ্ধে দুদকের অভিযোগ: প্রমাণ নেই, বলছেন আইনজীবী

- আপডেট সময় ০১:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২৯৬ বার পড়া হয়েছে
ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা দুর্নীতি ও সম্পদ লুকানোর অভিযোগের কোনো শক্ত প্রমাণ নেই বলে দাবি করেছেন তার আইনজীবীরা।
তারা বলছেন, দুদক ন্যায্য আইনি প্রক্রিয়া না মেনে টিউলিপের অধিকার লঙ্ঘন করছে।
লন্ডনের আইন সংস্থা ‘স্টিফেনসন হারউড’ জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, এমনকি ইন্টারপোলের রেড নোটিশের হুমকি দেওয়া হলেও তাকে বা তার আইনজীবীদের কিছুই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এক মাস আগে দুদকের কাছে তথ্য-প্রমাণ চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো উত্তর মেলেনি। আইনজীবীরা বলছেন, দুদক সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে ও ভয় দেখিয়ে টিউলিপের সুনাম নষ্ট করার চেষ্টা করছে।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে লন্ডনে দুটি ফ্ল্যাটের তথ্য গোপন, ঢাকার পূর্বাচল প্রকল্পে মায়ের নামে প্লট বরাদ্দে প্রভাব খাটানো এবং একটি বড় প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ।
গত ১৩ এপ্রিল ঢাকার একটি আদালত তাকে ২৭ এপ্রিলের মধ্যে হাজির হতে বলেছে। এই মামলায় তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব ও বোন আজমিনার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
টিউলিপ ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। এ বছরের জানুয়ারিতে তিনি ব্রিটিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। আইনজীবীরা বলছেন, দুদকের আচরণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি টিউলিপের প্রতি পক্ষপাতমূলক।
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেছেন, তারা টিউলিপের সঙ্গে চিঠি আদান-প্রদান করবেন না, কারণ বিষয়টি এখন আদালতের হাতে। তিনি জানান, টিউলিপ হাজির না হলে তাকে পলাতক ঘোষণা করা হবে।
টিউলিপের আইনজীবীরা বলছেন, দুদকের উচিত নিরপেক্ষভাবে কাজ করা এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা। তবে তাদের পাঠানো দুটি চিঠির কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।