ভারতের সিদ্ধান্তকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

- আপডেট সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২৭২ বার পড়া হয়েছে
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার। তিনি ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়েছেন।
গত মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এছাড়া পাকিস্তানি নাগরিকদের ১ মে’র মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসাক দার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। তাদের এই ঘোষণায় কোনো গুরুত্ব নেই। আমরা বৈঠকে ভারতকে উপযুক্ত জবাব দেব, যা কোনোভাবেই কম হবে না।”
সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে যদি কোনো প্রমাণ থাকে, তবে তা সামনে আনা উচিত।”
পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ভারতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী ধরনের ব্যবস্থা নেয়, তা এখন দেখার বিষয়।