অপরাধী আওয়ামী লীগ নেতাদের আদালতে জামাই আদরে হাজির করা হচ্ছে

- আপডেট সময় ০৩:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অপরাধী আওয়ামী লীগ নেতাদের জামাই আদর করে আদালতে হাজির করা হচ্ছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো আদালতে হুমকি দিচ্ছে। হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের শাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তারা আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। এটা অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের চক্রান্ত।”
রিজভী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতাকে এ অবস্থার জন্য দায়ী করেন। তিনি বলেন, “পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার অলিগার্করা ‘সর্ষের ভেতর ভূত’ হয়ে আছে।”
দেশে অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “পাড়া-মহল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েছে। শেখ হাসিনা পাচার করা টাকার জোরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।