প্রধান উপদেষ্টা রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) তিনি এ বাংলাদেশ হাউস পরিদর্শন করেন। পরে সেখানকার দর্শনার্থী বইতে সই করেন।
শনিবার (২৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
গত ২১ এপ্রিল প্রধান উপদেষ্টা আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে কাতারের দোহায় যান। সেখানে চারদিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে যান তিনি।
সেখান থেকে ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের শেষকৃত্যের আগে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।
আগামীকাল রবিবার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
ট্যাগস :