রাজউকের কঠোর সিদ্ধান্ত
ভেঙে ফেলা হবে ঢাকার ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ

- আপডেট সময় ০১:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৮৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার ৩,৩৮২টি নির্মাণাধীন ভবনে নকশা লঙ্ঘন করে অবৈধ অংশ তৈরি করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এসব অবৈধ নির্মাণ চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
তিনি জানান, অবৈধ ভবনের জন্য জরিমানা, সেবা বন্ধ করা, এমনকি ভবন সিলগালা করার মতো শাস্তিও দেওয়া হতে পারে। পাশাপাশি, রাজউককে আরও দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
ঢাকা শহর ইতিমধ্যেই যানজট, দূষণ ও জলাবদ্ধতায় ভুগছে। এর মধ্যেই অনিয়মিত ভবন নির্মাণ সমস্যা আরও বাড়াচ্ছে। রাজউক ইতিমধ্যেই অবৈধ ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে এবং ধাপে ধাপে অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছে।
চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “ড্যাপ পরিকল্পনা অনুযায়ী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য সব অনিয়ম বন্ধ করতে হবে।” তিনি আরও জানান, নগর উন্নয়নে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলোর সমন্বয় বাড়ানোর উপরও জোর দেওয়া হবে।