ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ঈদের আগে দেশে ফিরছেন খালেদা জিয়া, সাথে থাকবেন পুত্রবধূরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ২৮০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের আগেই লন্ডন থেকে দেশে ফিরছেন। তার সঙ্গে ফিরবেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের প্রয়োজনীয়তার কথা জানান।

সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবারের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে তিনি মুক্তি পান। তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায়ও বাতিল করা হয়।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসার পর তিনি তারেক রহমানের বাসায় যান। দীর্ঘ ছয় বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৭ সালের পর এই প্রথম তিনি বিদেশ সফর করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের আগে দেশে ফিরছেন খালেদা জিয়া, সাথে থাকবেন পুত্রবধূরা

আপডেট সময় ০২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের আগেই লন্ডন থেকে দেশে ফিরছেন। তার সঙ্গে ফিরবেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, বর্তমানে লন্ডনে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের প্রয়োজনীয়তার কথা জানান।

সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবারের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় সরকার তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে তিনি মুক্তি পান। তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায়ও বাতিল করা হয়।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। ১৭ দিন চিকিৎসার পর তিনি তারেক রহমানের বাসায় যান। দীর্ঘ ছয় বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৭ সালের পর এই প্রথম তিনি বিদেশ সফর করছেন।