রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টা
ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কির একান্ত বৈঠক

- আপডেট সময় ০২:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৬৪ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে রোমে গিয়েছিলেন। সেখানে শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকানের একটি হলে তারা একান্তে বৈঠক করেন।
এই বৈঠকের উদ্দেশ্য ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে চেষ্টা করা। বৈঠকের পর জেলেনস্কি বলেন, এই আলোচনা থেকে শান্তি প্রতিষ্ঠা হলে তা ঐতিহাসিক হবে। হোয়াইট হাউসও বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলেছে।
সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দুই নেতা ১৫ মিনিট একা কথা বলেন। এর আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে তাদের মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয়েছিল, তাই এই বৈঠক গুরুত্বপূর্ণ।
বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে বলেন, পুতিনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দেখায় তিনি যুদ্ধ বন্ধ করতে চান না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কিয়েভে রুশ হামলায় ১২ জন নিহত হন।
জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, বৈঠকটি ফলপ্রসূ ছিল। তিনি বলেন, তারা জনগণের নিরাপত্তা, যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তিচুক্তির আশা করছেন, যাতে যুদ্ধ আর না ফিরে।