ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি চলে যাওয়ার ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ২৭৪ বার পড়া হয়েছে

ভিড়ের মধ্যে গাড়ি চলে যাওয়ার ঘটনায় কানাডার ভ্যাঙ্কুভারে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। এক স্ট্রিট ফেস্টিভালের মধ্যে শনিবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
খবর বিবিসির।

দেশটির পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ইস্ট ৪১তম অ্যাভিনিউ অ্যান্ড ফ্রেজারে শনিবার স্থানীয় সময় রাত আটটার কিছু পরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক। এতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হন ৯ জন। পুলিশ আরও বলে, তদন্ত সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও তথ্য দিতে পারব।

ফিলিপিনো সংস্কৃতির অনুষঙ্গ বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স, পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ফায়ার ইঞ্জিনের পাশাপাশি আহতদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তবে ফুটেজটির সত্যতা যাচাই করা যায়নি।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে বলেছেন, আমি স্তম্ভিত ও গভীর মর্মাহত। আজকের লাপু লাপু অনুষ্ঠানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য। এই অবিশ্বাস্যরকম কঠিন সময়ে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায় ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা থাকছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি চলে যাওয়ার ঘটনায় নিহত ৯

আপডেট সময় ০৫:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ভিড়ের মধ্যে গাড়ি চলে যাওয়ার ঘটনায় কানাডার ভ্যাঙ্কুভারে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। এক স্ট্রিট ফেস্টিভালের মধ্যে শনিবার (২৬ এপ্রিল) এ ঘটনা ঘটে। গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
খবর বিবিসির।

দেশটির পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ইস্ট ৪১তম অ্যাভিনিউ অ্যান্ড ফ্রেজারে শনিবার স্থানীয় সময় রাত আটটার কিছু পরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক। এতে এই দুর্ঘটনা ঘটে। নিহত হন ৯ জন। পুলিশ আরও বলে, তদন্ত সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও তথ্য দিতে পারব।

ফিলিপিনো সংস্কৃতির অনুষঙ্গ বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স, পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও ফায়ার ইঞ্জিনের পাশাপাশি আহতদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। তবে ফুটেজটির সত্যতা যাচাই করা যায়নি।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে বলেছেন, আমি স্তম্ভিত ও গভীর মর্মাহত। আজকের লাপু লাপু অনুষ্ঠানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য। এই অবিশ্বাস্যরকম কঠিন সময়ে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায় ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা থাকছে।