০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মে দিবসের ছুটিতে রাজধানীতে চারটি বড় সমাবেশের আয়োজন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে থেকে শুরু হওয়া টানা তিন দিনের ছুটিতে রাজধানী ঢাকায় চারটি বড় সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এই সমাবেশগুলোর আয়োজক হিসেবে রয়েছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ছোট-বড় আরও কয়েকটি সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১ মে (বৃহস্পতিবার) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দিবস উপলক্ষে বৃহৎ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ ঢাকার আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে। সমাবেশে শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে।

একই দিন পুরানা পল্টন মোড়ে লক্ষাধিক শ্রমিক নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যা জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। সংগঠনের সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে শ্রমিক কল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক মুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

২ মে (শুক্রবার) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের’ দাবি উত্থাপন করা হবে।

এনসিপি জানিয়েছে, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই সমাবেশে অংশ নিতে পারেন। দলটি তরুণদের নিয়ে গঠিত হলেও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে তাদের সক্রিয়তা বাড়ছে।

৩ মে (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই সমাবেশে তাদের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০ মামলা প্রত্যাহার, ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের জন্য বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে আলোচনা হবে। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

এই সমাবেশগুলোর জন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছে।

এদিকে, শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের ছোট-বড় আরও বেশ কয়েকটি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন থাকায় রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মে দিবসের ছুটিতে রাজধানীতে চারটি বড় সমাবেশের আয়োজন

আপডেট সময় ০৪:১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে থেকে শুরু হওয়া টানা তিন দিনের ছুটিতে রাজধানী ঢাকায় চারটি বড় সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এই সমাবেশগুলোর আয়োজক হিসেবে রয়েছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ছোট-বড় আরও কয়েকটি সমাবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১ মে (বৃহস্পতিবার) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দিবস উপলক্ষে বৃহৎ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ ঢাকার আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে। সমাবেশে শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে।

একই দিন পুরানা পল্টন মোড়ে লক্ষাধিক শ্রমিক নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যা জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। সংগঠনের সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে শ্রমিক কল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক মুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

২ মে (শুক্রবার) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে ‘আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের’ দাবি উত্থাপন করা হবে।

এনসিপি জানিয়েছে, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই সমাবেশে অংশ নিতে পারেন। দলটি তরুণদের নিয়ে গঠিত হলেও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে তাদের সক্রিয়তা বাড়ছে।

৩ মে (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই সমাবেশে তাদের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০ মামলা প্রত্যাহার, ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের জন্য বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে আলোচনা হবে। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

এই সমাবেশগুলোর জন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছে।

এদিকে, শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের ছোট-বড় আরও বেশ কয়েকটি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন থাকায় রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।