ট্রাম্পের রসিকতা: ‘আমি পোপ হতে চাই!’

- আপডেট সময় ০৫:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনি ক্যাথলিক চার্চের পরবর্তী পোপ হতে চান। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে হাস্যরসের পাশাপাশি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হাসিমুখে নিজেকে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে ‘এক নম্বর পছন্দ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’
তবে রসিকতার পরপরই তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানের নাম প্রস্তাব করেন। ট্রাম্প বলেন, ‘আমাদের একজন কার্ডিনাল আছেন, নিউইয়র্ক থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’
তবে ক্যাথলিক চার্চের বিশ্লেষকরা জানান, কার্ডিনাল ডোলান পোপ পদের জন্য শীর্ষ প্রার্থীদের তালিকায় নেই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে আজ পর্যন্ত কোনো পোপ নির্বাচিত হননি।
ট্রাম্পের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক মাধ্যমে তিনি রসিকতার সুরে বলেন, ‘ট্রাম্প পোপ নির্বাচনে ডার্ক হর্স প্রার্থী হতে পারেন।
আমি ক্যাথলিক কনক্লেভ ও অনুসারীদের এই সম্ভাবনা খোলা মনে বিবেচনা করার অনুরোধ করছি।’ গ্রাহাম এমনকি ট্রাম্পের জন্য ‘পোপ ট্রাম্প এমএম-২৮’ নামটিও প্রস্তাব করেন, যা আরও হাস্যরস যোগ করেছে।
ট্রাম্পের এই মন্তব্য ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে তার স্বভাবসুলভ রসিকতা হিসেবে গ্রহণ করলেও, কিছু সদস্য মনে করেন, পোপ পদের মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পদের সঙ্গে এ ধরনের রসিকতা মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পোপ নির্বাচন ক্যাথলিক চার্চের একটি পবিত্র ও ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যেখানে কার্ডিনালদের কনক্লেভ গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য তার মনোযোগ আকর্ষণের কৌশলের অংশ হতে পারে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন ইস্যুতে সক্রিয় রয়েছেন, এবং এ ধরনের অপ্রত্যাশিত মন্তব্য তার রাজনৈতিক ইমেজকে আরও জনপ্রিয় করতে সহায়তা করে।
এছাড়াও, ট্রাম্প অতীতে ক্যাথলিক ভোটারদের সমর্থন পেয়েছেন, এবং এই রসিকতা হয়তো সেই সম্প্রদায়ের সঙ্গে একটি হালকা সংযোগ স্থাপনের চেষ্টা।
ট্রাম্পের এই ‘পোপ হওয়ার’ ইচ্ছা কেবল হাস্যরসের বিষয় হিসেবে থেকে যাবে, নাকি এটি ধর্মীয় ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে, তা সময়ই বলে দেবে।
তবে এটি নিশ্চিত যে, ট্রাম্পের এই মন্তব্য সামাজিক মাধ্যমে কৌতুকপ্রিয় ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।