ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ভারতের হাতে রাফায়েল কয়টি, আর দামই বা কত। জেনে নিন!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ২৬০ বার পড়া হয়েছে

ভারতের বিমান বহরে কতগুলো রাফায়েল যুদ্ধবিমান রয়েছে এবং সেগুলোর দাম কত? সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে দূর থেকে হামলা চালানোর ঘটনায় এই প্রশ্নগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযান নিয়ে বেশ আত্মবিশ্বাসী বক্তব্য দিলেও, হামলার কৌশল এবং এর পরবর্তী ঘটনাবলী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। ফ্রান্সের সাথে ২০১৬ সালের একটি চুক্তি অনুযায়ী এই বিমানগুলো সরবরাহ করা হয়েছে।

তবে, এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর দাম আকাশছোঁয়া। ফ্রান্সের সাথে নতুন করে আরও ২৬টি রাফায়েল কেনার জন্য ভারত সম্প্রতি যে চুক্তি করেছে, তার আর্থিক মূল্য ৮৯ হাজার ৮৯২ কোটি ২০ লাখ টাকারও বেশি। এই হিসাব অনুযায়ী, প্রতিটি রাফায়েল যুদ্ধবিমানের দাম প্রায় ৩ হাজার ৪৯৮ কোটি ৫১ লাখ টাকা।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সাম্প্রতিক অভিযানে তারা ভারতের তিনটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত এই দাবি সরাসরি অস্বীকার করেছে, তবে ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা অন্তত একটি রাফায়েল ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন বলে সিএনএন জানিয়েছে। তবে এই বিষয়ে ফরাসি সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, কয়েক বছর আগেও ভারতীয় বিমানবাহিনী মূলত সোভিয়েত মিগ সিরিজের যুদ্ধবিমানের উপর নির্ভরশীল ছিল। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তানের সাথে মোকাবেলায় ভারত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রয়োজনীয়তা অনুভব করে। সেই প্রেক্ষাপটে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল কেনার চুক্তি হয়, যখন নরেন্দ্র মোদি নিজেই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

ভারত আরও ২৬টি রাফায়েল কেনার জন্য চুক্তি করলেও, যদি তিনটি বিমান সত্যিই অভিযানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তাদের বর্তমান রাফায়েল বহরের সংখ্যা কমে যাবে। ভারত-পাকিস্তানের এই সামরিক উত্তেজনা এবং রাফায়েল যুদ্ধবিমান নিয়ে বিতর্ক আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ভারতের হাতে রাফায়েল কয়টি, আর দামই বা কত। জেনে নিন!

আপডেট সময় ১২:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

ভারতের বিমান বহরে কতগুলো রাফায়েল যুদ্ধবিমান রয়েছে এবং সেগুলোর দাম কত? সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে দূর থেকে হামলা চালানোর ঘটনায় এই প্রশ্নগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযান নিয়ে বেশ আত্মবিশ্বাসী বক্তব্য দিলেও, হামলার কৌশল এবং এর পরবর্তী ঘটনাবলী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর হাতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। ফ্রান্সের সাথে ২০১৬ সালের একটি চুক্তি অনুযায়ী এই বিমানগুলো সরবরাহ করা হয়েছে।

তবে, এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর দাম আকাশছোঁয়া। ফ্রান্সের সাথে নতুন করে আরও ২৬টি রাফায়েল কেনার জন্য ভারত সম্প্রতি যে চুক্তি করেছে, তার আর্থিক মূল্য ৮৯ হাজার ৮৯২ কোটি ২০ লাখ টাকারও বেশি। এই হিসাব অনুযায়ী, প্রতিটি রাফায়েল যুদ্ধবিমানের দাম প্রায় ৩ হাজার ৪৯৮ কোটি ৫১ লাখ টাকা।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সাম্প্রতিক অভিযানে তারা ভারতের তিনটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারত এই দাবি সরাসরি অস্বীকার করেছে, তবে ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা অন্তত একটি রাফায়েল ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন বলে সিএনএন জানিয়েছে। তবে এই বিষয়ে ফরাসি সরকার কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, কয়েক বছর আগেও ভারতীয় বিমানবাহিনী মূলত সোভিয়েত মিগ সিরিজের যুদ্ধবিমানের উপর নির্ভরশীল ছিল। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তানের সাথে মোকাবেলায় ভারত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রয়োজনীয়তা অনুভব করে। সেই প্রেক্ষাপটে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল কেনার চুক্তি হয়, যখন নরেন্দ্র মোদি নিজেই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

ভারত আরও ২৬টি রাফায়েল কেনার জন্য চুক্তি করলেও, যদি তিনটি বিমান সত্যিই অভিযানে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তাদের বর্তমান রাফায়েল বহরের সংখ্যা কমে যাবে। ভারত-পাকিস্তানের এই সামরিক উত্তেজনা এবং রাফায়েল যুদ্ধবিমান নিয়ে বিতর্ক আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।