ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ; এক রাতেই প্রাণ গেল ৮১ জনের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা নতুন মাত্রা পেয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় উত্তর ও দক্ষিণ গাজায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে। এই হাসপাতাল দুটিতে চালানো বোমা হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন, যিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।

এই হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় আরও তীব্র হামলা শুরু হয়, যাতে ৫১ জন নিহত হন, যাদের ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

এই হামলার ভয়াবহতা কল্পনার বাইরে। হাসপাতাল, যেখানে আহতরা নিরাপদে চিকিৎসা পাওয়ার আশা নিয়ে আসেন, সেখানেও মৃত্যু অপেক্ষা করছে। নারী, শিশু, এমনকি চিকিৎসা কর্মীরাও এই হামলার শিকার।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই নির্মম যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই হামলায় ২ হাজার ৭৮০ জন নিহত এবং ৭ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানালেও গাজার মানুষের দুর্দশা থামছে না।

হাসপাতালগুলো আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ; এক রাতেই প্রাণ গেল ৮১ জনের

আপডেট সময় ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা নতুন মাত্রা পেয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় উত্তর ও দক্ষিণ গাজায় কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে। এই হাসপাতাল দুটিতে চালানো বোমা হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন, যিনি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন।

এই হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় আরও তীব্র হামলা শুরু হয়, যাতে ৫১ জন নিহত হন, যাদের ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

এই হামলার ভয়াবহতা কল্পনার বাইরে। হাসপাতাল, যেখানে আহতরা নিরাপদে চিকিৎসা পাওয়ার আশা নিয়ে আসেন, সেখানেও মৃত্যু অপেক্ষা করছে। নারী, শিশু, এমনকি চিকিৎসা কর্মীরাও এই হামলার শিকার।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই নির্মম যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৯০৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই হামলায় ২ হাজার ৭৮০ জন নিহত এবং ৭ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানালেও গাজার মানুষের দুর্দশা থামছে না।

হাসপাতালগুলো আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে, কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।