দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন।
এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।