আশুলিয়ায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন

- আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নবীনগর চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে রবিবার (১৮ মে) রাত ১২টার দিকে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনকে যান স্টাফরা। কয়েল কিনে ফিরে এসে দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আমরা রাত ১১টা ৫৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।