ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
অবৈধ অভিবাসন

ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোতে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রুখতে এবার কড়া পদক্ষেপ নিল ওয়াশিংটন। খবর অনুযায়ী, অবৈধভাবে লোক পাচারে সহায়তার অভিযোগে ভারতের বেশ কিছু ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশন কর্তৃক সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে বিবৃতিতে অভিযুক্ত ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা ঠিক কতজনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

যদিও পরিচয় বা নাম প্রকাশ না করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও বহুবার ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস আরও বলেন, “বিদেশি পাচার চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমরা ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখব।”

তবে ঠিক কীভাবে এই ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এই ভিসা নিষেধাজ্ঞা এমন এক সময়ে জারি করা হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। এবং এই বিতাড়িতদের মধ্যে অবৈধ ভারতীয় অভিবাসীরাও রয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অবৈধ মানব পাচার চক্রের বিরুদ্ধে একটি জোরালো বার্তা। এর মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছে যে, যারা অবৈধ অভিবাসনে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই নিষেধাজ্ঞার ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে কিনা, তা সময়ই বলবে। এখন দেখার বিষয়, এই ভিসা নিষেধাজ্ঞার পর ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলো তাদের কার্যকলাপে কোনো পরিবর্তন আনে কিনা।

নিউজটি শেয়ার করুন

অবৈধ অভিবাসন

ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোতে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন রুখতে এবার কড়া পদক্ষেপ নিল ওয়াশিংটন। খবর অনুযায়ী, অবৈধভাবে লোক পাচারে সহায়তার অভিযোগে ভারতের বেশ কিছু ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশন কর্তৃক সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে বিবৃতিতে অভিযুক্ত ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা ঠিক কতজনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

যদিও পরিচয় বা নাম প্রকাশ না করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও বহুবার ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস আরও বলেন, “বিদেশি পাচার চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমরা ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখব।”

তবে ঠিক কীভাবে এই ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ অভিবাসনে সহায়তা করেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এই ভিসা নিষেধাজ্ঞা এমন এক সময়ে জারি করা হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন।

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রক্রিয়াও জোরদার করা হয়েছে। এবং এই বিতাড়িতদের মধ্যে অবৈধ ভারতীয় অভিবাসীরাও রয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অবৈধ মানব পাচার চক্রের বিরুদ্ধে একটি জোরালো বার্তা। এর মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছে যে, যারা অবৈধ অভিবাসনে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই নিষেধাজ্ঞার ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে কিনা, তা সময়ই বলবে। এখন দেখার বিষয়, এই ভিসা নিষেধাজ্ঞার পর ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলো তাদের কার্যকলাপে কোনো পরিবর্তন আনে কিনা।