১০০০ ফিলিস্তিনিকে ফ্রি হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব!

- আপডেট সময় ০৯:৫০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
ইসরায়েলের বর্বরোচিত হামলায় পরিবারহারা এবং ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে এ বছর সম্পূর্ণ বিনামূল্যে হজ পালনের সুযোগ করে দিচ্ছে সৌদি আরব।
এই মহতী উদ্যোগের সমস্ত ব্যয়ভার বহন করবেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুধু নিহত স্বজনদের পরিবারই নয়, যেসব ফিলিস্তিনির আত্মীয় ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন অথবা দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন, তাদেরও এই বিশেষ সম্মানজনক আমন্ত্রণ জানানো হয়েছে।
চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও, ধারণা করা হচ্ছে আগামী ৪ অথবা ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনি এই বিশেষ হজযাত্রীদের যাত্রা শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত সব ধরনের প্রয়োজনীয় সেবা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ।
এই পুরো ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনস্থ ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।
এই ব্যতিক্রমী উদ্যোগটি নেওয়া হয়েছে সৌদি আরবের ‘দুটি পবিত্র মসজিদের অতিথি’ নামক একটি বিশেষ প্রকল্পের অধীনে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের জন্য বিশেষ হজ ও ওমরাহ আয়োজনের মাধ্যমে তাদের প্রতি সম্মান জানানো এবং সহায়তা করা।
গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় এক ভয়াবহ সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের সেই নির্বিচার প্রতিশোধমূলক হামলায় গাজা ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই ভয়াবহ হামলায় এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও নিষ্পাপ শিশু। বাস্তুচ্যুত হয়েছে প্রায় সমগ্র গাজা উপত্যকার মানুষ। শুধু তাই নয়, ইসরায়েল গত মার্চ মাস থেকে গাজায় খাদ্য, জল ও অত্যাবশ্যকীয় ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে এক চরম দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে সৌদি আরবের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে ফিলিস্তিনের বিপর্যস্ত মানুষগুলোর জন্য এক গভীর সান্ত্বনা এবং আশার আলো বয়ে আনবে। বিনামূল্যে হজ পালনের এই সুযোগ তাঁদের মানসিক শান্তি এনে দেবে এবং বিশ্ব মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।