ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কয়েকজন কর্মী হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার গ্রেফতারের দাবিতে ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

সোমবার দিবাগত রাতে, গোলাম মোস্তফা ওই বাড়িতে আছেন—এমন সন্দেহের ভিত্তিতে তারা সেখানে জড়ো হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, গোলাম মোস্তফা নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং অবস্থানকারী তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই নাসির জানান, আটক তিনজন এখনও থানায় রয়েছেন, তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

হাক্কানী পাবলিশার্স সম্প্রতি ‘বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস’ নামে ১৪ খণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকলন প্রকাশ করেছে। এই সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথি স্থান পেয়েছে।

এই সংকলনের সম্পাদনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনিই বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেছিলেন।

পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ৩ জন আটক

আপডেট সময় ০১:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কয়েকজন কর্মী হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার গ্রেফতারের দাবিতে ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

সোমবার দিবাগত রাতে, গোলাম মোস্তফা ওই বাড়িতে আছেন—এমন সন্দেহের ভিত্তিতে তারা সেখানে জড়ো হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, গোলাম মোস্তফা নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং অবস্থানকারী তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই নাসির জানান, আটক তিনজন এখনও থানায় রয়েছেন, তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

হাক্কানী পাবলিশার্স সম্প্রতি ‘বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস’ নামে ১৪ খণ্ডের একটি গুরুত্বপূর্ণ সংকলন প্রকাশ করেছে। এই সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথি স্থান পেয়েছে।

এই সংকলনের সম্পাদনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনিই বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেছিলেন।

পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।