ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
নারী নির্যাতনের অভিযোগ

গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা সোমবার রাতে ডেমরার শারুলিয়ার আমতলায় নোবেলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী নির্যাতনের একটি মামলার ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে মামলা দায়েরের পর নোবেলকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। এই ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মাইনুল আহসান নোবেল, যিনি ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক হিসেবে দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন, এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া, তার ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়েও বারবার আলোচনার জন্ম দিয়েছে।

এই মামলার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

নারী নির্যাতনের অভিযোগ

গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেফতার

আপডেট সময় ০১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা সোমবার রাতে ডেমরার শারুলিয়ার আমতলায় নোবেলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী নির্যাতনের একটি মামলার ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে মামলা দায়েরের পর নোবেলকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। এই ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মাইনুল আহসান নোবেল, যিনি ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক হিসেবে দেশে-বিদেশে পরিচিতি পেয়েছেন, এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। ২০২৩ সালে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া, তার ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়েও বারবার আলোচনার জন্ম দিয়েছে।

এই মামলার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।