০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাশেদ খান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সারজিস আলম ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

শনিবার (২৯ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট করেছেন, যা বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির উচিত এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া। অন্যথায়, মানুষ ভাবতে পারে তারা ড. ইউনুসকে দলের প্রধান করে ভবিষ্যতে রাষ্ট্রনায়ক বানানোর পরিকল্পনা করছে।”

রাশেদ আরও বলেন, “সারজিস আলমকে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। কয়েকদিন আগেও তিনি দাবি করেছিলেন যে তাঁর কাছে কোনো অর্থ নেই, এমনকি ধার করে চলতে হচ্ছে। অথচ এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন!”

ড. ইউনুসকে নিয়ে সারজিস আলমের মন্তব্যের সঙ্গে আওয়ামী লীগের মনোভাবের মিল রয়েছে বলেও দাবি করেন রাশেদ। তিনি বলেন, “আওয়ামী লীগ যেমন ড. ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে, সারজিস আলমও ঠিক একই ধরনের বক্তব্য দিচ্ছেন। এটি কাকতালীয় নয়।”

তিনি আরও যোগ করেন, “ড. ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি যদি রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেশে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হতে পারে। তবে আমি বিশ্বাস করি, তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাশেদ খান

আপডেট সময় ০৫:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সারজিস আলম ড. ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

শনিবার (২৯ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, “সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট করেছেন, যা বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির উচিত এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া। অন্যথায়, মানুষ ভাবতে পারে তারা ড. ইউনুসকে দলের প্রধান করে ভবিষ্যতে রাষ্ট্রনায়ক বানানোর পরিকল্পনা করছে।”

রাশেদ আরও বলেন, “সারজিস আলমকে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। কয়েকদিন আগেও তিনি দাবি করেছিলেন যে তাঁর কাছে কোনো অর্থ নেই, এমনকি ধার করে চলতে হচ্ছে। অথচ এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন!”

ড. ইউনুসকে নিয়ে সারজিস আলমের মন্তব্যের সঙ্গে আওয়ামী লীগের মনোভাবের মিল রয়েছে বলেও দাবি করেন রাশেদ। তিনি বলেন, “আওয়ামী লীগ যেমন ড. ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে, সারজিস আলমও ঠিক একই ধরনের বক্তব্য দিচ্ছেন। এটি কাকতালীয় নয়।”

তিনি আরও যোগ করেন, “ড. ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি যদি রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেশে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হতে পারে। তবে আমি বিশ্বাস করি, তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না।”