আশা করি অন্তবর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে: মির্জা ফখরুল

- আপডেট সময় ০৪:২৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি আশা করেন। তিনি জানান, বিএনপিও তাদের প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ।
সোমবার ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এবার ঈদ আনন্দময় পরিবেশে উদযাপিত হচ্ছে, যা ফ্যাসিবাদী শাসনামলের সময়ের চেয়ে আলাদা। তিনি দেশবাসীর আনন্দময় ঈদ উদযাপনের জন্য দোয়া করেছেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরার জন্য প্রার্থনা করেছেন।
১৫ বছরের ঈদের তুলনায় এবার ঈদ কেমন জানতে চাইলে তিনি বলেন, এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করা সম্ভব হচ্ছে, যা পূর্বের তুলনায় ভিন্ন।
সকাল সাড়ে ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দেন ও দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।
খালেদা জিয়া ও তারেক রহমানের ঈদ শুভেচ্ছা
জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিব জানান, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি বলেন, “আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি—ঈদ মোবারক।”