আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা চাঁদরাতে গণপিটুনির শিকার

- আপডেট সময় ০৫:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ঈদুল ফিতর উদযাপন করতে তার গ্রামের বাড়িতে ফিরে এসেছিলেন। তবে, বাড়ি ফিরে তিনি স্থানীয়দের গণপিটুনির শিকার হন।
রোববার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মো. জসিম উদ্দিন জিসান (৩৬) নামক ওই নেতাকে আটক করে মারধর শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে, পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
জানা যায়, মো. জসিম উদ্দিন জিসান সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কান্তার পাড়ার আহমদ নবীর ছেলে এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সূত্র অনুযায়ী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিসান হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা পোস্ট শেয়ার করতেন, যা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়। ঈদ উপলক্ষে বাড়িতে ফিরে আসার পর স্থানীয়রা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দেয়।
এছাড়া, গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কেরানিহাট চত্বরে ছাত্র-জনতারা মিছিল করেছিল। ওই মিছিলে হামলা হয়, এবং এ ঘটনায় কেঁওচিয়া ইউনিয়নের এক বাসিন্দা মো. তসলিম বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় জিসান ৫৮ নম্বর এজহারভুক্ত আসামি ছিলেন।
বর্তমানে জিসান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।