কটিয়াদীতে ডাকাতি শেষে ধর্ষণের অভিযোগ

- আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক গৃহবধূকে ডাকাতি শেষে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। ঈদের রাতে পৌর শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে দুইটার দিকে অস্ত্রসহ ৫-৬ জন ডাকাত বাড়ির জানালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এরপর এক আসামি অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর স্বামী জানান, “আমি রাতে প্রহরীর কাজে থাকায় স্ত্রী ও দুই শিশুসন্তান ঘরে ছিলেন। ডাকাতরা ধর্ষণের পর স্ত্রীকে হুমকি দেয় বলে সে প্রথমে কাউকে জানায়নি। ভোরবেলা আমি ফিরে ঘটনা জানতে পারি।”
কটিয়াদী-হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ অভিযোগ যাচাই ও অভিযুক্তদের খুঁজতে তদন্ত শুরু করেছে। আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।