টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ৮ হাজার রানের মাইলফলকে সূর্যকুমার

- আপডেট সময় ০৬:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব, যিনি ৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। এই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বল খেলার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান ছোঁয়ার দৌড়ে সূর্যকুমার এখন দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান। এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ৫,২৫৬ বল।
এর আগে দ্রুততম ৮ হাজার রান করার কৃতিত্ব ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের, যিনি মাত্র ৪,৭৪৯ বল খেলে এই অর্জন করেন।
তবে ইনিংস সংখ্যার হিসেবে এই তালিকায় অনেক পিছিয়ে সূর্যকুমার। তিনি ২৮৮ ইনিংসে ৮ হাজার রান করেছেন। ইনিংসের ভিত্তিতে সবচেয়ে দ্রুততম এই মাইলফলক ছুঁয়েছেন ক্রিস গেইল, যার লেগেছে মাত্র ২১৩ ইনিংস।
বাবর আজম এই রেকর্ড গড়েছেন ২১৮ ইনিংসে। ভারতের মধ্যে দ্রুততম ছিলেন বিরাট কোহলি, যিনি ২৪৩ ইনিংসে ৮ হাজার রান করেছেন। মোহাম্মদ রিজওয়ান (২৪৪ ইনিংস) ও অ্যারন ফিঞ্চ (২৫৪ ইনিংস)ও তালিকার শীর্ষে রয়েছেন।
বাংলাদেশের মধ্যে এই রেকর্ডের শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। তিনি ২৭১ ইনিংসে ৮ হাজার রান পূর্ণ করে তালিকায় অষ্টম স্থানে আছেন।