০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সিলেটে সাবেক মেয়রসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতার বাসায় হামলা ও ভাঙচুর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:  সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও দুই নেতার বাসাও হামলার শিকার হয়েছে। বুধবার (২ এপ্রিল, ২০২৫) সকালে নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এসব হামলার ঘটনা সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলে করে শতাধিক তরুণ-যুবক হামলা চালায়। হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। বাসাটিতে আনোয়ারুজ্জামানের পরিবারের কেউ থাকেন না; দুজন তত্ত্বাবধায়ক এটির দেখাশোনা করেন।

একইভাবে, শুভেচ্ছা আবাসিক এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসভবনের ‘ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের কার্যালয়’ এবং মেজরটিলা এলাকায় ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায়ও দুর্বৃত্তরা হামলা চালায়। সন্ধ্যা সাতটায় রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার পর সরেজমিনে দেখা গেছে, আনোয়ারুজ্জামানের বাসার বসার ঘরসহ প্রায় সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। দরজা-জানালার কাচ, আলমারি, চেয়ার-টেবিল, ফ্রিজ, এসি, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও ওলটপালট অবস্থায় পড়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে সাতটায় ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন তরুণ ধোপাদিঘিরপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন। এর জেরে ছাত্রদলের কিছু নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর চালায়। অন্তত চারজন প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা হামলায় ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে দেখেছেন। মিছিলের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “আমি শ্রীমঙ্গল ছিলাম। বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব। ছাত্রলীগ এমন ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ওপর দোষ চাপানোর নজির আছে। বিএনপি হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের হামলা-ভাঙচুর সমর্থনযোগ্য নয়।”

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এই তিন নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। সূত্র জানায়, আনোয়ারুজ্জামান লন্ডনে, শফিউল আলম চৌধুরী কলকাতায় এবং রুহেলও দেশের বাইরে রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। কে বা কারা এটা করেছে, তা জানার চেষ্টা করছি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটে সাবেক মেয়রসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতার বাসায় হামলা ও ভাঙচুর

আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

সিলেট প্রতিনিধি:  সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও দুই নেতার বাসাও হামলার শিকার হয়েছে। বুধবার (২ এপ্রিল, ২০২৫) সকালে নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এসব হামলার ঘটনা সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলে করে শতাধিক তরুণ-যুবক হামলা চালায়। হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। বাসাটিতে আনোয়ারুজ্জামানের পরিবারের কেউ থাকেন না; দুজন তত্ত্বাবধায়ক এটির দেখাশোনা করেন।

একইভাবে, শুভেচ্ছা আবাসিক এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসভবনের ‘ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের কার্যালয়’ এবং মেজরটিলা এলাকায় ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায়ও দুর্বৃত্তরা হামলা চালায়। সন্ধ্যা সাতটায় রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলার পর সরেজমিনে দেখা গেছে, আনোয়ারুজ্জামানের বাসার বসার ঘরসহ প্রায় সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। দরজা-জানালার কাচ, আলমারি, চেয়ার-টেবিল, ফ্রিজ, এসি, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ও ওলটপালট অবস্থায় পড়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে সাতটায় ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন তরুণ ধোপাদিঘিরপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন। এর জেরে ছাত্রদলের কিছু নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর চালায়। অন্তত চারজন প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা হামলায় ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে দেখেছেন। মিছিলের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “আমি শ্রীমঙ্গল ছিলাম। বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখব। ছাত্রলীগ এমন ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ওপর দোষ চাপানোর নজির আছে। বিএনপি হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের হামলা-ভাঙচুর সমর্থনযোগ্য নয়।”

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এই তিন নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। সূত্র জানায়, আনোয়ারুজ্জামান লন্ডনে, শফিউল আলম চৌধুরী কলকাতায় এবং রুহেলও দেশের বাইরে রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। কে বা কারা এটা করেছে, তা জানার চেষ্টা করছি।”