অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

- আপডেট সময় ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক : প্রথম লেগে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে রোমাঞ্চকর লড়াই দেখা গিয়েছিল। কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় লেগে লড়াই তেমন জমে ওঠেনি। ফেরান তোরেস প্রথম আধা ঘন্টার মধ্যে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন, এবং দলটি বাকি সময় সেই লিড ধরে রাখে।
এর ফলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে পৌঁছে গেছে কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজিত রেকর্ড এখন টানা ২১ ম্যাচে পৌঁছেছে। লা লিগার শীর্ষে থাকা এই দলটি ২০২৫ সালে এখনও কোনো ম্যাচে হারেনি।
বুধবার রাতে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সা। আগামী ২৬ এপ্রিল শিরোপার জন্য লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে এল-ক্লাসিকোর মতো মহারণ দেখা যাবে।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত থেকে চাপ সৃষ্টি করছিলেন। তবে ধীরে ধীরে বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। মিডফিল্ডে পেদ্রি ও ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণ ছন্দে খেলেন, আর ফেরমিন লোপেজও আক্রমণে কার্যকর ভূমিকা রাখেন।
প্রথমার্ধে লামিন ইয়ামালের পাসে ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে দেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করে তিনি বার্সার জন্য গুরুত্বপূর্ণ লিড এনে দেন। রাফিনহা এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণের ধার বাড়াতে একাধিক পরিবর্তন আনে। গ্রিজমানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেক্সান্দার সরলথ সহজ সুযোগ নষ্ট করেন। বার্সেলোনা এরপর রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলে এবং প্রতিপক্ষকে গোলের সুযোগ দেয়নি।
ম্যাচের শেষ দিকে সরলথ একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত সমতা ফেরাতে ব্যর্থ হয়, আর বার্সেলোনা তাদের জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে।