০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

ডিপসিকের খরচের তুলনায় লাভ ৫৪৫ শতাংশ!

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

চীনের স্টার্টআপ ডিপসিক নতুন বছরের শুরুতে এআই জগতে সাড়া ফেলেছে। তাদের ‘আর ওয়ান’ ও ‘ভিথ্রি’ মডেলভিত্তিক ‘ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট’ চ্যাটবট চ্যাটজিপিটির মতো শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের জন্য শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

মাত্র ৬ মিলিয়ন ডলারে তৈরি এই মডেলগুলোর বিপরীতে আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এবার ডিপসিক জানাল, প্রতি ১ ডলার খরচের বিপরীতে তাদের মুনাফা ৫৪৫ ডলার!

ডিপসিক গিটহাবে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, ‘আর ওয়ান’ ও ‘ভিথ্রি’ মডেলের দৈনিক ‘ইনফারেন্স’ খরচ ৮৭,০৭২ ডলার। এনভিডিয়ার এইচ৮০০ চিপের ঘণ্টাপ্রতি খরচ ধরা হয়েছে ২ ডলার।

‘ইনফারেন্স’ বলতে প্রশিক্ষিত এআই মডেল দিয়ে কাজ করানো বোঝায়। এই খরচের তুলনায় মডেলগুলোর দৈনিক আয় ৫,৬২,২৭০ ডলার, অর্থাৎ মুনাফা ৫৪৫ শতাংশ। এ হিসেবে বার্ষিক আয় ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

তবে এটি তাত্ত্বিক হিসেব। ডিপসিক জানিয়েছে, তাদের প্রকৃত আয় এর চেয়ে অনেক কম। বেশিরভাগ সার্ভিস বিনামূল্যে দেওয়া হয়, শুধুমাত্র কিছু সার্ভিস থেকে আয় হয়। তবুও এই খরচ-মুনাফার অনুপাত তাৎপর্যপূর্ণ, কারণ এটি সম্ভাব্য লাভের চিত্র তুলে ধরে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারে। ডিপসিকের লক্ষ্যও তাই।

এতে ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো চাপে পড়েছে। ডিপসিকের উত্থানে তাদের বিলিয়ন ডলার বিনিয়োগ ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ ছিল।

এখন খরচ-মুনাফার এই তথ্য প্রকাশে বিনিয়োগকারীদের চাপ আরও বাড়বে। উল্লেখ্য, আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তুলনায় ডিপসিকের কম্পিউটেশনাল খরচও অনেক কম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিপসিকের খরচের তুলনায় লাভ ৫৪৫ শতাংশ!

আপডেট সময় ১০:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

চীনের স্টার্টআপ ডিপসিক নতুন বছরের শুরুতে এআই জগতে সাড়া ফেলেছে। তাদের ‘আর ওয়ান’ ও ‘ভিথ্রি’ মডেলভিত্তিক ‘ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট’ চ্যাটবট চ্যাটজিপিটির মতো শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের জন্য শক্তিশালী চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

মাত্র ৬ মিলিয়ন ডলারে তৈরি এই মডেলগুলোর বিপরীতে আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এবার ডিপসিক জানাল, প্রতি ১ ডলার খরচের বিপরীতে তাদের মুনাফা ৫৪৫ ডলার!

ডিপসিক গিটহাবে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, ‘আর ওয়ান’ ও ‘ভিথ্রি’ মডেলের দৈনিক ‘ইনফারেন্স’ খরচ ৮৭,০৭২ ডলার। এনভিডিয়ার এইচ৮০০ চিপের ঘণ্টাপ্রতি খরচ ধরা হয়েছে ২ ডলার।

‘ইনফারেন্স’ বলতে প্রশিক্ষিত এআই মডেল দিয়ে কাজ করানো বোঝায়। এই খরচের তুলনায় মডেলগুলোর দৈনিক আয় ৫,৬২,২৭০ ডলার, অর্থাৎ মুনাফা ৫৪৫ শতাংশ। এ হিসেবে বার্ষিক আয় ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

তবে এটি তাত্ত্বিক হিসেব। ডিপসিক জানিয়েছে, তাদের প্রকৃত আয় এর চেয়ে অনেক কম। বেশিরভাগ সার্ভিস বিনামূল্যে দেওয়া হয়, শুধুমাত্র কিছু সার্ভিস থেকে আয় হয়। তবুও এই খরচ-মুনাফার অনুপাত তাৎপর্যপূর্ণ, কারণ এটি সম্ভাব্য লাভের চিত্র তুলে ধরে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারে। ডিপসিকের লক্ষ্যও তাই।

এতে ওপেনএআই, গুগল ও অ্যানথ্রপিকের মতো আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো চাপে পড়েছে। ডিপসিকের উত্থানে তাদের বিলিয়ন ডলার বিনিয়োগ ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ ছিল।

এখন খরচ-মুনাফার এই তথ্য প্রকাশে বিনিয়োগকারীদের চাপ আরও বাড়বে। উল্লেখ্য, আমেরিকান প্রতিষ্ঠানগুলোর তুলনায় ডিপসিকের কম্পিউটেশনাল খরচও অনেক কম।