দুদকের আইনি অভিযান
শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনতে বিশেষ প্রক্রিয়া শুরু

- আপডেট সময় ০৫:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৮৬ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
দুদক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে।
কমিশনার ফরিদ বলেন, “আমরা আইনি সব প্রক্রিয়া অনুসরণ করছি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের ফেরত আনা হবে।” তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রাজউক আবাসন প্রকল্পে জালিয়াতিসহ ৬টি এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে।
ইন্টারপোলের রেড নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।” উল্লেখ্য, গত বছর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক ফেরতকারী প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময়সাপেক্ষ। তবে সরকারের দৃঢ় অবস্থানের কারণে প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে বলে মনে করছেন তারা।