ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

দিনের শুরুতেই একে একে ফিরলেন শান্ত-মিরাজ-তাইজুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ২৬১ বার পড়া হয়েছে

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ৯টা ৪৫মিনিটে। কিন্তু বৃষ্টির কারণে সেই খেলা শুরু হয়েছে ১১টায়। যে কারণে খেলা দেখার আগ্রহ নিয়ে বসে থাকা ক্রিকেট ভক্তরা কিছুটা হতাশ ছিলেন।

এরপর খেলা শুরু হতেই তাদের আরও বেশি হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরই মিরাজও হাঁটেন শান্তর দেখানো পথে।

দ্বিতীয় ইনিংসে এর আগে চার উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান শান্ত। আজ বুধবার একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান (১০৪ বলে) নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে।

ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগ অঞ্চলে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত। দলীয় স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই উইকেট দিয়ে আসেন মিরাজ। ডানহাতি ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফাইফার পূর্ণ করেন মুজারানি। ১৫ বলে ১১ রান করেন মিরাজ।

পরের ওভারেই আউট তাইজুল ইসলাম। ৩ বলে মাত্র ১ রান করে ফেরত যান তিনি। ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ২১৩। জাকের আলী ২৮ আর হাসান মাহমুদ ০ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের লিড এখন ১৩১ রানের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনের শুরুতেই একে একে ফিরলেন শান্ত-মিরাজ-তাইজুল

আপডেট সময় ০১:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ৯টা ৪৫মিনিটে। কিন্তু বৃষ্টির কারণে সেই খেলা শুরু হয়েছে ১১টায়। যে কারণে খেলা দেখার আগ্রহ নিয়ে বসে থাকা ক্রিকেট ভক্তরা কিছুটা হতাশ ছিলেন।

এরপর খেলা শুরু হতেই তাদের আরও বেশি হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরই মিরাজও হাঁটেন শান্তর দেখানো পথে।

দ্বিতীয় ইনিংসে এর আগে চার উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান শান্ত। আজ বুধবার একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান (১০৪ বলে) নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে।

ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগ অঞ্চলে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত। দলীয় স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই উইকেট দিয়ে আসেন মিরাজ। ডানহাতি ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফাইফার পূর্ণ করেন মুজারানি। ১৫ বলে ১১ রান করেন মিরাজ।

পরের ওভারেই আউট তাইজুল ইসলাম। ৩ বলে মাত্র ১ রান করে ফেরত যান তিনি। ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ২১৩। জাকের আলী ২৮ আর হাসান মাহমুদ ০ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের লিড এখন ১৩১ রানের।