আইন তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করল আরব আমিরাত

- আপডেট সময় ০৩:১৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিশ্বে প্রথম দেশ হিসেবে আইন প্রণয়ন ও সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে। দেশটির সরকার নতুন আইন তৈরি এবং পুরনো আইন পর্যালোচনায় এআই প্রযুক্তি কাজে লাগাচ্ছে।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেছেন, “এআই আমাদের দ্রুত, সঠিক ও কার্যকরভাবে আইন প্রণয়নে সাহায্য করবে।” তাদের দাবি, এ পদ্ধতিতে আইন প্রণয়ন ৭০% পর্যন্ত দ্রুততর হবে।
এ লক্ষ্যে দেশটি ‘রেগুলেটরি ইন্টেলিজেন্স অফিস’ নামে একটি বিশেষ সংস্থা গঠন করেছে। এআইকে সাহায্য করার জন্য ফেডারেল ও স্থানীয় আইন, আদালতের রায় এবং সরকারি সেবার বিশাল ডাটাবেস তৈরি করা হচ্ছে।
বিশেষজ্ঞরা এ উদ্যোগকে যুগান্তকারী মনে করলেও কিছু সতর্কতাও জানিয়েছেন। তাদের মতে, এআইয়ের সিদ্ধান্তে পক্ষপাত বা ভুল তথ্য দেওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই স্বচ্ছতা ও মানবিক তদারকি জরুরি।
আরব আমিরাত ইতিমধ্যে এআই খাতে বড় বিনিয়োগ করেছে। দেশটি সরকারি কাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।